‘আমি এটা চাই’- বলে তবে কি ইতিবাচক ইঙ্গিতই করলেন মেসি?
২০২৬ বিশ্বকাপের আসরে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে পেশাদার ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করা লিওনেল মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে আলোচনা চলছেই।
বিভিন্ন সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শেষবার তো বলেই দেন যে শতভাগ ফিট থাকলে ফুটবলের মেগা ইভেন্টে দেখা যাবে তাকে।
এবার ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন ‘আমি এটা চাই’ বলে তবে কি ইতিবাচক ইঙ্গিতই করলেন মেসি?
গত মাসে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও মেসি বলেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে থাকতে চান। একই কথাটাই এবার একটু ভিন্নভাবে বললেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনা দলের নতুন জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার তাস খেলার দৃশ্য দেখানো হয়।
তাসে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন, ‘আমি এটা চাই।’
এই সংক্ষিপ্ত বার্তাকে মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর স্বপ্নের প্রতিফলন হতে পারে মেসির এই চাওয়া।

