খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫

বেটিং কেলেঙ্কারিতে ১৪৯ রেফারি বরখাস্ত

কিছুদিন আগে বিশ্ব ফুটবলে তোলপাড় করা একটি খবর দিয়েছিল তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও সহকারী রেফারিরাই স্বয়ং বেটিং (অনলাইন জুয়া) বা বাজিতে জড়িয়েছেন।
তুর্কি ফুটবলে কর্মরত ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট থাকার কথা জানায় টিএফএফ। এবার সরাসরি বাজিতে অংশ নেওয়ার দায়ে ১৪৯ রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল (শুক্রবার) টিএফএফ জানিয়েছে, পেশাদার লিগের ১৪৯ ম্যাচ অফিসিয়ালকে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্ত চলছে আরও ৩ জনের বিরুদ্ধে।

এর আগে বেটিং অ্যাপে ১৫২ রেফারির সক্রিয় বলে জানিয়েছিল টিএফএফ। যাদের মধ্যে ৭ জন সর্বোচ্চ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারিও আছেন।

গতকাল এক বিবৃতিতে তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানুগ্লু জানিয়েছেন,

‘তুর্কি সকারের খ্যাতি মূলত এর শুদ্ধিতা বজায়ের প্রচেষ্টা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সততা অটুট রাখার ওপর নির্মিত। যেকোনো ধরনের বিশ্বাসঘাতকতা এর মূল্যবোধ ও নীতিমালার কিঞ্চিত পরিমাণ ভঙ্গ করলেও, তা আস্থা লঙ্ঘনের শামিল।’

তিনি আরও জানান,

‘সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে, কিছু রেফারি যেভাবে বেটিংয়ের কার্যক্রমে জড়িয়ে পড়েছেন তা ফুটবল স্পিরিটের বিরোধী এবং সম্পূর্ণভাবে বেমানান। তাই এটি শুধুমাত্র সাধারণ কোনো নীতিমালা লঙ্ঘন নয়, যা বিবেকবোধকে আহত এবং ন্যায়বিচারকে কলুষিত করেছে।’

বেটিং কেলেঙ্কারিতে ১৪৯ রেফারি বরখাস্ত

ঘটনার তদন্তে ইস্তানবুল পাবলিক প্রসিকিউটর অফিস ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত সূত্রের বরাতে সম্প্রচারকারী প্রতিষ্ঠান হ্যাবারতুর্ক জানিয়েছে, কেবল রেফারি কিংবা কোনো ম্যাচ অফিসিয়াল–ই নন, বিভিন্ন ক্লাব এবং খেলোয়াড়ের বিরুদ্ধেও তদন্ত চলমান আছে।
অনুসন্ধানের তালিকায় আছেন ৩৭০০ ফুটবলার।

এর আগে টিএফএফ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, অভিযুক্তদের মধ্যে ১০ জন রেফারি ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন।
তাদের মধ্যে কেবল একজন পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে।
বেটিং অ্যাকাউন্ট আছে এমন রেফারির মধ্যে-

  • সাতজন সর্বোচ্চ লেভেলের
  • ১৫ জন সহকারী
  • ৩৬ জন ক্লাসিফাইড রেফারি এবং
  • ৯৪ জন ক্লাসিফাইড সহকারী রেফারি আছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy