চট্টগ্রাম জেলা ফুটবল দলের ম্যানেজার হলেন সরওয়ার মনি
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায়, সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা ফুটবল দলের ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী (মনি)।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত হতে চলেছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫।
এ টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠিত হয়েছে। দলের ম্যানেজার হিসেবে চূড়ান্ত করা হয়েছে সরওয়ার মনি-কে।
তিনি সিজেকেএস কাউন্সিলর , সিজেকেএস ক্লাব সমিতির নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দল সমূহের অংশগ্রহণে আগামী ২২ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
প্রথম রাউন্ডে আট অঞ্চলে মোট ৩২টি হোম ম্যাচ ও ৩২ টি অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২টি দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে।
প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চুড়ান্ত পর্বে উন্নীত হবে। এরপর-
- চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব সিক্সটিনের খেলা
- কোয়ার্টার ফাইনাল ৪টি
- সেমিফাইনাল ২টি খেলা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-২০২৬ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫-২০২৬ -এ নিবন্ধিত বা নিবন্ধনেচ্ছুক খেলোয়াড়গণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
প্রসঙ্গত, ইতিপূর্বে চট্টগ্রাম জেলা দল গঠনে সিনিয়র ফুটবলারদের জ্ঞাতার্থে ট্রায়ালের আয়োজন করা হয়েছিল।
১০ আগস্ট, রোববার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয় বাছাই কার্যক্রম। মোট ৩৭ জন ফুটবলার এই বাছাই কার্যক্রমে অংশ গ্রহণ করে।
টানা দুইদিন ধরে সকল ফুটবলারদের পরখ করা শেষে ৩৪ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।