আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হেনরিখ ক্লাসেন
আজ দিনের শুরুতে হঠাৎ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেন।
সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ ঘোষণা দেন প্রোটিয়া এই ব্যাটার।
২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ক্লাসেন। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিলেন ৩৩ বছর বয়সী প্রোটিয়া এই উইকেটরক্ষক ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণায় দিয়ে এক ক্লাসেন বলেন,
‘আজ আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত কী হবে, তা নির্ধারণ করতে অনেক সময় নিয়েছি। এটি একটি সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল, তবে আমি এই সিদ্ধান্তে পুরোপুরি শান্তি অনুভব করছি।’
হেনরিখ আরও বলেন,
‘প্রথম দিন থেকেই, এটি ছিল আমার দেশের প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় সম্মান এবং এটি ছিল সেই সবকিছুর প্রতিফলন যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। আমি অনেক দারুণ বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করেছি যেগুলো আমি সারাজীবন মনে রাখবো।
প্রোটিয়া তারকা ক্রিকেটার বলেন, প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ তাকে এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত করিয়েছে যারা তার জীবন বদলে দিয়েছে।
প্রোটিয়াস জার্সি পরার পথটা তার জন্য একটু ভিন্ন ছিল, এবং কিছু কোচ ছিলেন যারা তার ওপর সবসময় বিশ্বাস রেখেছেন।
সকলের প্রতি হেনরিখ চিরকাল কৃতজ্ঞ থাকবেন বলেও জানান।
প্রোটিয়াদের জার্সিতে ক্লাসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও বেশ উজ্জ্বল। তিনি চারটি টেস্টে ১০৪ রান করেছেন।
তবে সাদা বলের ক্রিকেটেই সবচেয়ে বেশি অবদান রেখেছেন ক্লাসেন।
২০১৮ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর মিডল অর্ডার ব্যাটসম্যানদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন ক্লাসেন।
৬০ ওয়ানডেতে প্রায় ৪৪ গড়ে ২১৪১ রান করেছেন। চারটি সেঞ্চুরি ও ১১টি ফিফটি আছে তাঁর। সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এই রান তিনি করেছেন ১১৭ স্ট্রাইকরেটে।
আর ৫৮ টি-টোয়েন্টিতে ঠিক ১০০০ রান করেছেন প্রায় ১৪২ স্ট্রাইকরেটে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ক্লাসেন আউট হওয়ার আগ পর্যন্ত সাউথ আফ্রিকাই ম্যাচ জয়ের পথে এগিয়ে ছিল। ক্লাসেন আউট হওয়ার পরই ধসে পড়ে সাউথ আফ্রিকার ইনিংস।