ইতিহাস গড়লো নামিবিয়া
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া। ডেভিড ওয়াইজের ঝড়ো ইনিংসে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় নবাগত এই দলটি। অন্যদিকে টানা দুই পরাজয়ে গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে বাদ পড়লো নেদারল্যান্ডস।
ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নেদারল্যান্ডস। ওপেনিং জুটিতে তোলে ৪২ রান। ব্যক্তিগত ১৭ রানে ফেরেন ওপেনার স্টেফেন মাইবার্গ। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করেন ভ্যান ডার মারউই।
তবে এরপর কলিন আকারম্যানকে সঙ্গে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের দিকে টেনে নেন ম্যাক্স। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ম্যাক্স। শেষদিকে স্কট এডওয়ার্ডসের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ১৬৪।
জবাবে ১৬৫ রান তাড়া করতে নেমে দুই ওপেনারের সুবাদে দুর্দান্ত জয় পায় নামিবিয়া। আউট হওয়ার আগে বার্ড ১৯ এবং ১৫ রান করেন গ্রিন। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ১১ রান করে সাজ ঘরে ফিরেন ক্রেইগ উইলিয়ামস। এরপর ঝড়ো এক জুটিতে সেই ধাক্কা দারুণভাবে সামলে উঠেন ডেভিড ওয়াইজ আর গেরহার্ড এরাসমাস। ২৫ বলে তারা পূর্ণ করেন ৫০ রানের জুটি। ৫০ বলে ৯৩ রানের এই জুটিই ম্যাচ ঘুরিয়ে দেয় নামিবিয়ার দিকে।
চারটি চার ও পাঁচ হয়ে ডেভিড ওয়াইজের ঝড়ো ইনিংসে এক ওভার হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নামিবিয়া।
স্কোর:
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৬৪/৪ (ম্যাক্স ৭০, অ্যাকারম্যান ৩৫, এডওয়ার্ডস ২১*; ফ্রাইলিঙ্ক ২/৩৬, ভিসা ১/৩২)
নামিবিয়া: ১৯ ওভারে ১৬৬/৪ (ভিসা ৬৬*, এরাসমাস ৩২, স্মিত ১৪*; ক্লাসেন ১/১৪)