সতীর্থদের ‘ফিল ফ্রি’ বার্তা দিলেন লিটন
অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। অধিনায়কত্বের শুরুতেই সতীর্থদের ‘ফিল ফ্রি’ বার্তা দিলেন লিটন।
চলতি মাসেই টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটনের নতুন শুরুটা হচ্ছে আজ (শনিবার) থেকে। যেখানে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।
এর আগে গতকাল বিসিবি প্রকাশিত এক ভিডিওতে সতীর্থদের উদ্দেশে অধিনায়ক লিটন জানালেন, দলের ক্রিকেটারদের ভয়-ডরহীন ক্রিকেট খেলার কথা।
লিটন বলেন,
‘সবার জন্য একটা বার্তাই থাকবে যে, ‘‘ফিল ফ্রি’’। এই ফরম্যাটে খেলার সময় অনেক চিন্তা আসে। আমি চাইব প্রতিটা খেলোয়াড় তার জায়গা থেকে যত স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা উপভোগ করতে পারে। আগেভাগে ফলাফলের কথা না ভাবলেও…সেটা একটা সময় চলে আসবে, কিন্তু আমরা প্রসেস কতটা বজায় রাখতেছি টা আমার জন্য গুরুত্বপূর্ণ।’
এই সিরিজ দিয়েই নিজের অধিনায়কত্বের শুরুটা করার লক্ষ্য লিটনের,
‘এই দুই ম্যাচ থেকে অবশ্যই প্রথম প্রায়োরেটি হচ্ছে দুইটা ম্যাচই যেন জিততে পারি। একইসঙ্গে চাইব যেন আমরা যেসব জায়গা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো ফুলফিল করতে পারি।’
সফরকারী হিসেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের ভালো দল বলে উল্লেখ করলেন বাংলাদেশ অধিনায়ক,
‘ভালো ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ইউএই’র মাঠে তারা ভালো দল। তারা এখানে সবসময় খেলে, এই কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া আছে। একইসঙ্গে আমাদের দলও অনেক ভালো, আমরা চেষ্টা করব মানিয়ে নেওয়ার এবং ভালো ক্রিকেটটা খেলার।’
উল্লেখ্য, বুধবার দুই বহরে বিভক্ত হয় আরব আমিরাতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সূচি অনুযায়ী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।
এই সিরিজ থেকেই মূলত আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
নতুন অধিনায়ক লিটন কুমার দাসের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। যেখানে তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন শেখ মেহেদি হাসানকে। যদিও সহ-অধিনায়ক পদে শেখ মেহেদির থাকাটা পূর্ণমেয়াদের না।
আজ রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে এখন পর্যন্ত দুই দল ৩ বার মুখোমুখি হয়েছে। যেখানে প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ।