খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫

বার্সেলোনায় বিধ্বস্ত বেনফিকা; কোয়ার্টারে হ্যান্সি ফ্লিকের দল

বার্সেলোনা ৩-১ বেনফিকা দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৪-১ ব্যবধানে জয়ী

খেলাটা হলো প্রথম ৪৫ মিনিটেই। একইসঙ্গে দেখা গেল দুই রেকর্ড। ৪ গোল। সঙ্গে একটা রামাদান ব্রেক। আর সেখানে বলতে গেলে বার্সেলোনায় বিধ্বস্ত বেনফিকা। ঘরের মাঠে বার্সেলোনা শুরুর অর্ধে পেয়েছে ৩ গোল। আর সেটাই প্রথম দল হিসেবে হ্যান্সি ফ্লিকের দলকে পৌঁছে  দিল এবারের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। 

পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। একটা গোল ইয়ামালের। বেনফিকার হয়ে একমাত্র গোল নিকোলাস ওতামেন্ডির। বার্সেলোনা জয় পেয়েছে ৩-১ গোলে। আর দুই লেগ মিলিয়ে জয় এসেছে ৪-১ অ্যাগ্রিগেটে।

এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সাই শেষ আটে ওঠা প্রথম দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে বুধবার ডর্টমুন্ড-লিলের মধ্যকার জয়ী দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোনো ছাড় দেয়ার অবকাশই রাখেনি। আর পুরোটা সময় বেনফিকার ওপর ছড়ি ঘুরিয়েছেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়েসী এই স্প্যানিশ তারকা ম্যাচের ১১ মিনিটেই দেখালেন তার ম্যাজিক। বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে বল অন্য প্রান্তে পাঠান ইয়ামাল।

সেখানে একেবারেই ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রাফিনিয়া। চলতি আসরে দারুণ ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান বলকে জালের ঠিকানায় পাঠাতে ভুল করেননি। খানিক পরেই অবশ্য সমতায় ফেরে বেনফিকা। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন লিগে নিজের প্রথম গোল পেয়ে যান নিকোলাস ওতামেন্ডি।

লিড নিতে ১৫ মিনিটও সময় লাগেনি বার্সেলোনার। আর সেটা ইয়ামালের ফুটবল প্রতিভাকে জানান দিলো আরও একবার।

বল নিয়ন্ত্রণে নিতে নিতে একেবারেই টাচলাইনের কাছে চলে গিয়েছিলেন ইয়ামাল। সেখান থেকে জায়গা করে ঘুরে এসে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো এক শট। দুর্দান্ত সেই গোলটা মৌসুমের সেরা এক গোলও হয়ে থাকতে পারে।

বার্সেলোনায় বিধ্বস্ত বেনফিকা, কোয়ার্টারে হ্যান্সি ফ্লিকের দল
লামিনে ইয়ামাল চ্যাম্পিয়নস লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলার

 

এই গোলে রেকর্ডও গড়ে ফেলেন ইয়ামাল। ১৭ বছর ২৪১ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার এখন চ্যাম্পিয়নস লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলার। ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড করেছিলেন।

রাফিনিয়াও রেকর্ডের খাতায় নাম তুলেছেন এই রাতে। সেটা ম্যাচের ৪২তম মিনিটে। আলেহান্দ্রো বালদে দারুণ এক ড্রিবল শেষে বল বাড়ান রাফিনিয়ার দিকে। ব্রাজিলিয়ান এই উইঙ্গার পেয়ে যান নিজের দ্বিতীয় গোল।

এবারের চ্যাম্পিয়নস লিগে এটি তার ১১তম গোল, আসরের সর্বোচ্চ। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ব্রাজিলের আর কেউ কোনো ক্লাবের হয়ে কোনো বছরই ১০ গোলের বেশি করতে পারেননি। ১০টি করে গোল আছে নেইমার, রিভালদোসহ পাঁচজনের।

আসরে বার্সেলোনার হয়ে রাফিনিয়ার চেয়ে বেশি গোলে সম্পৃক্ত থাকতে পেরেছেন কেবল লিওনেল মেসি। ২০১৪-১৫ মৌসুমে তার ছিল ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট।

প্রথমার্ধের এই পারফরম্যান্সটাই বার্সেলোনার কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও সেটি আর হয়নি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy