ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের ইনিংস; রেকর্ডবুক তছনছ
ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের বিধ্বংসী ইনিংসে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের নজির গড়েছিলেন বেন ডাকেট। তার রেকর্ডটা টিকল না খুব বেশি দিন। এই ইংলিশ ব্যাটারকে সাক্ষী রেখেই ১৪৬ বলে ১৭৭ রানের মহাকাব্যিক এক ইনিংস খেললেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। তার ইতিহাসগড়া ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩২৫ রানের বড় পুঁজি পেয়েছে আফগানিস্তান।
নিজেদের প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে অবস্থায় ছিল ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দলই। টুর্নামেন্টে টিকে থাকতে কার্যত জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে দুই দল।
লাহোরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়েছিল আফগানিস্তান। এরপর হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান। শাহিদির পর আফগান ওপেনারকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নবিও।
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যাট হাতে চূঁড়ায় উঠার দিনে আফগানিস্তানের হয়েও ব্যক্তিগত সর্বোচ্চ রানের নিজের আগের রেকর্ডটা ভেঙেছেন জাদরান। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে ১৬২ রানের ইনিংসটাই ছিল তার সর্বোচ্চ ইনিংস। পাকিস্তানের মাটিতে ওডিআইতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডে সেরা চারে আছে আফগান ওপেনারের ইনিংস।
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ