অস্ট্রেলিয়ান ওপেনে শৈল্পিক সিনারের টানা দ্বিতীয় শিরোপা
গ্র্যান্ড স্লামে প্রথম তিন ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা জয়—এটা যেমন হ্যাটট্রিক, সাথে আরও একটা হ্যাটট্রিক করেছেন সিনার; হার্ড কোর্টের গ্র্যান্ড স্লামে এটি তাঁর টানা তৃতীয় শিরোপা। হ্যাটট্রিক এক দিক থেকে করেছেন জভেরেভও। জার্মান টেনিস তারকা ক্যারিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালেই হারলেন। এর আগে তিনি হেরেছেন ২০২০ সালের ইউএস ওপেন আর ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় যারা রড লেভার এরিনায় চোখ রেখেছিলেন, তারা আজ অনেকটা হতাশই হলেন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলেও জার্মানির জভেরেভকে গুঁড়িয়ে দিলেন সিনার। জভেরেভ এর পাওয়ার টেনিসকে সিনারের শৈল্পিক খেলার কাছে হার মানতেই হল।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন সিনার। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালেও স্ট্রেট সেটে জয় পেয়েছেন তিনি। এদিন তাঁর প্রতিপক্ষ জভেরেভ অবশ্য ভালো ছন্দেই ছিলেন। কিন্তু সিনার বুঝিয়ে দিলেন যে, তিনি ট্রফি ধরে রাখতেই এসেছেন।
ফাইনালের সিনারের পক্ষে ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩। পরপর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সিনার। বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় হেলায় হারিয়ে দিলেন বিশ্বের ২ নম্বরকে। এরকম একপেশে টেনিস যে হতে চলেছে, তার আন্দাজ অবশ্য কেউ করতে পারেনি।
প্রথম সেটেই ৬-৩ জিতে যান সিনার। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়িয়ে ছিলেন জভেরেভ। লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় জভেরেভ। হতাশায় বেশ কয়েকবার র্যাকেট আছড়ে ফেলতেও দেখা যায় তাঁকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জভেরেভ। ৬-৩ ফলে সহজেই নির্ণায়ক সেট জিতে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন সিনার। এদিন তিনি একটিও ব্রেক পয়েন্টের সুযোগ হাতছাড়া করেননি!
সিনার অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জেতার সঙ্গেই কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেলেন। একবিংশ শতাব্দীতে টানা অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী খেলোয়াড়দের এলিট ক্লাবের সদস্যপদ পেলেন সিনার। যে ক্লাবে রয়েছেন আন্দ্রে আগাসি, রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ।