আজ ছুটির দিনের বিপিএলে লড়বে খুলনা-রাজশাহী, ঢাকা-সিলেট
আজ শুক্রবার ছুটির দিনে বিপিএলে’র প্রথম ম্যাচে স্থানীয় সময় দুপুর ২ টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। অন্যদিকে, সন্ধ্যা ৭ টার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।
টুর্নামেন্টের এক পর্ব শেষ হয়ে আরেক পর্বের অর্ধেক ম্যাচ হয়ে গেলেও, খুলনা মোটে ম্যাচ খেলেছে দুটি। যদিও রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে তারা।
তবে, সেদিক থেকে অবশ্য ঢের পিছিয়ে রাজশাহী। চার ম্যাচ খেলে মাত্র একটি জয়ের দেখা মিলেছে তাদের। টেবিলে তাদের অবস্থানও খুব বেশি একটা ভালো না। টুর্নামেন্টে টিকে থাকতে হলে খুলনার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।
অন্য ম্যাচে ঢাকা ক্যাপিটালস লড়বে সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে। টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দু’দলের কেউই। শুক্রবারই হয়তো সেই আক্ষেপ ঘুচবে কোনো এক দলের। এক ম্যাচেও জয়ের মুখ না দেখা ঢাকা ও সিলেটের অবস্থান যথাক্রমে টেবিলের ছয় ও সাতে।