ব্রাজিলের ফর্ম যেমনই হোক, রদ্রিগোর কাছে শুধু জয়ই গুরুত্বপূর্ণ
আরো পড়ুন
শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪
ব্রাজিলের জয় এলেও খেলার মান নিয়ে প্রশ্ন থেকেই গেল। কুরিতিবার গ্যালারি থেকেই শেষ দিকে দর্শকদের হতাশা বোঝা যাচ্ছিল, যখন দুয়োর শব্দ শোনা যাচ্ছিল। নিজেদের দলের খেলায় অসন্তুষ্ট ছিলেন দর্শকরা। তবে এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না রদ্রিগো। ব্রাজিলের জয়ের নায়ক স্পষ্ট জানিয়ে দিলেন—তার কাছে জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল মূল্যবান তিন পয়েন্ট অর্জন করে। একমাত্র গোলটি আসে ম্যাচের ৩০তম মিনিটে, রদ্রিগোর পা থেকে।
এই ম্যাচের আগে ব্রাজিলের ফর্ম ছিল অত্যন্ত খারাপ। টানা চার ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি বাছাইপর্বে তিন ম্যাচে পরপর হার, যা তাদের ইতিহাসে প্রথমবার। কোপা আমেরিকাতেও হতাশাজনক পারফরম্যান্স দিয়ে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা। তাই এই জয়টি ছিল ব্রাজিলের জন্য বহুল প্রত্যাশিত। তবে দলের খেলায় খুব বেশি উন্নতির লক্ষণ দেখা যায়নি।
ব্রাজিল বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখালেও খেলার মানে ছিল না ধার বা স্পষ্ট কোনো পরিকল্পনার ছাপ। আক্রমণভাগ আর মাঝমাঠের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। ভুল পাসের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে ব্রাজিল মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পারে প্রথমার্ধে, দুটিই রদ্রিগোর। দ্বিতীয়ার্ধে তাদের একমাত্র শটই লক্ষ্যে যায়। দলের অন্যতম ভরসা ভিনিসিউস জুনিয়র ছিলেন নিজের ছায়ামাত্র।
রদ্রিগো বলেন, “জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো খেলেই জিতলাম নাকি বাজে খেলে, তা বড় বিষয় নয়। জিতে আমি খুশি এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।”
তিনি আরও বলেন, “আমরা জানতাম, ম্যাচটি কঠিন হবে। আশা করি, এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আরও ভালো খেলার পথে এগিয়ে নেবে। আমরা যেখানে যেতে চাই, এই জয় আমাদের সেখানে পৌঁছাতে সহায়তা করবে।”
এই জয়ের ফলে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, উরুগুয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, আর কলম্বিয়া ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার, যেখানে তারা প্যারাগুয়ের মুখোমুখি হবে।
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More