আজ থেকে মাঠে গড়াবে সুপার এইটের খেলা
অবশেষে গ্রুপ পর্বের দীর্ঘ ৪০টি ম্যাচ শেষ হবার পর আজ থেকে মাঠে গড়াবে সুপার এইটের খেলা।সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ রাত ৮:৩০মিনিটে নর্থ সাউথ অ্যান্টিগায় মুখোমুখি হবে এই দুই’দল।
এইবারের আসরেরই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পায় মার্কিন যুক্তরাষ্ট্র।প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত যুক্তরাষ্ট্রের।গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা।’এ’ গ্রুপ থেকে ৪ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে পা রাখে এই দলটি।এইবারের আসরে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই এসোসিয়েট ন্যাশন হিসেবে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে।
অন্যদিকে ডি গ্রুপ থেকে সবার আগেই সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। গ্রুপ পর্বের সবকটি ম্যাচই জিতেছে তারা।ফলে আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই ইউএসএর বিপক্ষে খেলতে নামবে তারা।যদিও ব্যাটিংয়ে কিছুটা চিন্তা ধরিয়েছে প্রোটিয়াদের।এখনো পর্যন্ত কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি।তবে প্রোটিয়া বোলাররা রয়েছে দারুণ ছন্দে। এনরিক নরকিয়া,রাবাদা,মহারাজরা রয়েছেন বেশ ছন্দে।
নামে ভারে ইউএসএর চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।তারপরও ব্যাটের-বলের লড়াইয়ে জমে উঠবে ইউএসএ বনাম সাউথ আফ্রিকার সুপার এইটের এই ম্যাচ এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।