আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে চলমান ইসতাফ সেপাক টাকরো বিশ্বকাপে তৃতীয় স্থান পেলে বাংলাদেশ। আজ ২১ মে ৪র্থ দিনে ডিভিশন ১ এ রেগু ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দল ২-০ সেটে ইরানের কাছে হেরে তৃতীয় স্থান লাভ করে। বাংলাদেশ দল প্রথম সেটে ১৫ – ৬ পয়েন্টে , দ্বিতীয় সেটে ১৫ – ৭ পয়েন্টে পরাজিত হয়।
দিনের অপর সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে চাইনিজ তাইপে। প্রথম সেটে চাইনিজ তাইপে ১৫ -১১ পয়েন্টে নেপালকে হারায় , দ্বিতীয় সেটে নেপাল ১৫ – ১০ পয়েন্টে চাইনিজ তাইপেকে হারালে ১-১ সমতায় আসে। তৃতীয় সেটে নেপাল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত চাইনিজ তাইপের কাছে ১৫ – ১২ পয়েন্টে পরাজিত হয়। আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আইন অনুযায়ী বাংলাদেশ ও নেপালকে তৃতীয় স্থান দেয়া হয়। আগামীকাল ২২ মে ডিভিশন ১ এর ফাইনালে ইরান এবং চাইনিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এদিকে সেপাক বিশ্বকাপে দল ভালো ফলাফল করায় বাংলাদেশ দলের চিফ দ্য মিশন সৈয়দ মোহাম্মদ তানসীর দলের সকল খেলোয়াড় ,কোচ, ম্যানেজার , মালয়েশিয়া প্রবাসী দর্শক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন বাংলাদেশ সেপাক টাকরো দল ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে।
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪